সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল

নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বেজার নির্বাহী চেয়ারম্যান 

সাতক্ষীরা প্রতিনিধি

নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বেজার নির্বাহী চেয়ারম্যান 

সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন ইতোপুর্বেও সরকারের পদস্ত কর্মকর্তারা দফায় দফায় এলাকাটি পরিদর্শন করেছেন। 

সর্বশেষ  গত রোববার দিনভর শহরের মোজাফফর গার্ডেন সংলগ্ন নির্ধারিত জমি পরিদর্শন করেন। বেজা নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চলের জন্য সুন্দর একটি স্থান নির্ধারণ করা হয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যথেষ্ট উপযোগী। 

অর্থনৈতিক অঞ্চল থেকে ভোমরা স্থলবন্দর প্রায় ১২ কিলোমিটার হওয়ায় দ্রুত পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। প্রায় ২০০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। সরকারি জমি ছাড়া প্রয়োজনে অতিরিক্ত মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হবে। 

তিনি আরো বলেন, সাতক্ষীরা বহু আগে থেকেই সমৃদ্ধ। এখানকার আম, মাছ ও শাকসবজি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজার দখল করেছে। সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে এ জেলার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। 

পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতি. জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। 

টিএইচ